সৃষ্টির চিন্তায় মেলে স্রষ্টার পরিচয়

সৃষ্টির চিন্তায় মেলে স্রষ্টার পরিচয়


"আল্লামা ইবনে সা'দী রহ. বলেন, 'ঈমান বৃদ্ধির অন্যতম উপায় হলো নিখিল বিশ্বের অজস্র সৃষ্টি নিয়ে চিন্তা-গবেষণা করা। নিজেকে নিয়ে ভাবার মধ্যেও নিহিত রয়েছে বহু ঈমানী খোরাক। কেননা, সৃষ্টির বিশালতা স্রষ্টার বড়ত্ব ও ক্ষমতার পরিচায়ক। সৃষ্টির সৌন্দর্য ও নিপুণ গঠন-আকৃতি স্রষ্টার অনন্ত জ্ঞান ও প্রজ্ঞার পরিচায়ক। তাতে নিহিত অশেষ কল্যাণ ও নিয়ামতরাজি স্রষ্টার দয়া ও অনুগ্রহের পরিচায়ক। এ সবকিছুই অভূতপূর্ব স্রষ্টার শোকর ও প্রশংসার প্রতি ধাবিত করে এবং উদ্বুদ্ধ করে একনিষ্ঠভাবে তাঁর ইবাদতের প্রতি; যা কিনা ঈমানের প্রাণ ও গোপন ভেদ।"

‘ঈমান পরিচর্যা’ বই থেকে ঈমান বৃদ্ধির দারুণ ও সহজ একটি উপায় আপনাদের জন্য তুলে দিলাম। আল্লাহর সুবিশাল ও বিস্ময়কর সৃষ্টি নিয়ে যত ভাববেন, তত আপনি বেশি বেশি তাঁর পরিচয় লাভ করবেন। আর যত বেশি তাঁর পরিচয় পাবেন, তত বেশি আল্লাহর প্রতি আপনার ঈমান বাড়বে। তাই আসুন, বেশি বেশি আল্লাহর সৃষ্টিকে দেখি, তা নিয়ে ভাবি ও এর মধ্য দিয়ে আমাদের রব আল্লাহকে চিনে নেই।

লিংক 🖇️

Iman Porichorja