দ্যা মোস্ট ডেঞ্জারাস গেম - অন্বয় আকিব | The most dangerous game

সিরিয়াল কিলার! শুনলেই চোখের সামনে রক্ত, খুনোখুনির দৃশ্য ফুটে উঠে না? বর্তমান সময়ে সিরিয়াল কিলিং নিয়ে অনেক ফিকশন বই আসছে, মুভি বা সিরিজ বের হচ্ছে। কল্পনার সেসব সিরিয়াল কিলারদের নিষ্ঠুরতা দেখে আমরা শিউরে উঠি। তারপরেই মনে মনে সান্ত্বনা পাই যাক এ তো বইয়ের বা মুভির গল্প, বাস্তবে এমন আবার হয় নাকি?



এখানেই আমরা ভুল। বাস্তবে যেসব সিরিয়াল কিলার ছিলো, তারা কল্পনার সিরিয়াল কিলারদের চেয়ে অনেক বেশি ভয়ংকর। তাদের কীর্তিকলাপ পড়লে যে কারো শরীরের লোম আতঙ্কে দাঁড়িয়ে যাবে। মানুষ হয়েও তারা যেন দানবের সমকক্ষ। এদের কেউ নিজের স্বামী, সন্তানকে খুন করেছে, কেউ বা কমসেকম ২০০ এর উপরে খুন করেছে, কেউ বা মানুষের মাংস ফ্রিতে পাওয়া যায় জন্য খুন করে খেয়ে ফেলেছে, কারো শুধু চিন্তা ছিলো লাশের সঙ্গে যৌন সম্পর্ক করার। এরূপ ২১ জন সিরিয়াল কিলারের জীবন বৃত্তান্ত নিয়ে আসছে 'দ্য মোস্ট ডেঞ্জারাস গেম।' এদের মধ্যে কিছু অমিমাংসিত ঘটনাও রয়েছে। বইটিতে প্রায় সকল সিরিয়াল কিলারের ভয়ংকর কর্মকান্ডের পাশাপাশি তাদের শৈশব কৈশোর নিয়েও আলোচনা করা হয়েছে। অদ্ভুত ব্যাপার কি জানেন? তাদের প্রায় সবারই শৈশব ছিলো অত্যন্ত বেদনাদায়ক। পিতামাতার অবহেলা, অত্যাচার অনাচার, পারিপার্শ্বিক পরিস্থিতি একটা শিশুর মনে কতটা প্রভাব ফেলতে পারে বইটা পড়লে কিছুটা হলেও বোঝা যাবে। আমার মনে হয় সকল পিতামাতার এ জন্য বইটা পড়ে দেখা উচিৎ। বোনাস হিসেবে রয়েছে বাংলাদেশের এক কুখ্যাত সিরিয়াল কিলারের কাহিনী। 

যারা সিরিয়াল কিলিং বা অপরাধ নিয়ে পড়তে পছন্দ করেন, থ্রিলার বই ভীষণ প্রিয়, তাদের জন্য বইটা আনন্দের উৎস হতে পারে। কি পাঠক, তৈরী তো বাস্তবের সিরিয়াল কিলারদের জগতে হারিয়ে যেতে? প্রি অর্ডার শুরু হবে দ্রুতই। তখনই দাম জানিয়ে দেওয়া হবে। 

অন্বয় আকিব এর লেখা এই বইটি একই সাথে পেপারব্যাক ও হার্ডকভারে আসছে কুহক - Kuhok কমিক্স এন্ড পাবলিকেশন থেকে

বিঃদ্রঃ এটা ডেমো প্রচ্ছদ। আসল প্রচ্ছদ করছেন অত্যন্ত ট্যালেন্টেব এবং জনপ্রিয় প্রচ্ছদকার আদনান আহমেদ রিজন।