‘খলিফা সিরিজ’ মাকতাবাতুল হাসানের একটি সুদীর্ঘ প্রয়াসলব্ধ প্রজেক্ট

‘খলিফা সিরিজ’ মাকতাবাতুল হাসানের একটি সুদীর্ঘ প্রয়াসলব্ধ প্রজেক্ট। এটি একটি সুস্বপ্নের সুন্দর বাস্তবায়ন-প্রকল্প। মোট নয় খণ্ডের এ সিরিজের শেষ মুহূর্তের প্রস্তুতিপর্ব চলছে। শীঘ্রই প্রি-অর্ডারের ঘোষণা আসবে, ইনশাআল্লাহ।



খলিফা সিরিজটির কিছু বৈশিষ্ট্য :


গ্রন্থকার আবদুস সাত্তার শায়খ হাফিজাহুল্লাহ হাদিসশাস্ত্রের একজন পণ্ডিত ব্যক্তিত্ব। সামগ্রিকভাবে খলিফা সিরিজের গ্রন্থগুলো রচনায় তিনি হাদিসশাস্ত্রের নীতিমালাকে প্রাধান্য দিয়েছেন।

খলিফাগণের বিষয়ে বর্ণিত দুর্বল, নিতান্ত দুর্বল, অসার ও জাল বর্ণনাগুলোকে দুর্বল, নিতান্ত দুর্বল, অসার ও জাল বলেই প্রমাণিত করেছেন। খলিফাগণের জীবনী আলোচনায় পূর্ববর্তী ও সমকালীন লেখকদের গ্রন্থে উদ্ধৃত ভিত্তিহীন বক্তব্যসমূহকেও খণ্ডন করেছেন। খলিফাগণ ও সাহাবিবিদ্বেষপূর্ণ নানা তথ্যকে অসার প্রমাণ করেছেন।
খলিফাগণের বিষয়ে রাফেজি ও শিয়াদের মিথ্যা দাবিসমূহের অসত্যতা তুলে ধরেছেন ও প্রমাণসমৃদ্ধ জবাব দিয়েছেন।

লেখকের এই অক্লান্ত শ্রম আল্লাহ কবুল করুন।