কাকে অগ্রাধিরাধিকার দিচ্ছেন?
যথাযথভাবে টাইম ম্যানেজমেন্ট করতে ব্যর্থহওয়ার প্রধান কারণ হলো অগ্রাধিকার বুঝতে না পারা। আমাদের জীবনের লক্ষ ও উদ্দেশ্যগুলোকে যথাযথভাবে অগ্রাধিকার দিতে শিখলে আমাদের চিন্তাভাবনা পরিষ্কার হয়়ে ওঠে। তখন দৈনিক কিংবা সাপ্তাহিক রুটিন সাজানোও সহজ হয়ে যায়। কারণ, আমরা এখন জানি কোন কাজগুলো এ রুটিনে অবশ্যই থাকবে।
অগ্রাধিকার ঠিক করতে জানা একজন বিশ্বাসীর জীবনে অপরিহার্য। পাঁচবার সালাত আদায়়ের চমৎকার পদ্ধতিটি আমাদের শেখায় আল্লাহকে অন্য সবকিছুর ওপর প্রাধান্য দিতে। এ পদ্ধতিটা জীবনের সব ক্ষেত্রেই প্রয়োগ করা যেতে পারে। হোক সেটা ব্যক্তিগত জীবন অথবা আমাদের ক্যারিয়ার, কোথাও না কোথাও কোনো কিছুকে অন্য কিছুর ওপর প্রাধান্য দেওয়়ার ব্যাপারটা থেকেই যায়।
খানিকটা চিন্তাভাবনা আর অল্প একটু টাইপিং, অগ্রাধিকারের জায়গাগুলো চিহ্নিত করতে এতটুকুই দরকার। এটুক কু ষ্ট করাই যায়। কারণ, পরবর্তী সময়ে এর ফলাফল শুধু ভালো টাইম ম্যানেজমেন্টই না, বরং সুস্থ-সুন্দর হৃদয় ও মন।
অনেকেই এ ছোট কাজটুকুও করার জন্য সময় দেন না আর এর ফলাফল হলো অনেক অনেক সময়়ের অপচয়। অগ্রাধিকার দিতে হয় এমন বিষয়গুলোকে, যেগুলো পৃথিবী এবং আখিরাতে আপনার সুখ এবং সফলতার জন্য গুরুত্বপূর্ণ। আর তাই জীবনকে বিশৃঙ্খল করে, এমন জায়গাগুলোতে সময় দেওয়়ার চেয়়ে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পেছনে সময় দেওয়়াটা বেশি যুক্তিসংগত ।
স্টিফেন কভে তার ‘7 habits of highly effective people’ বইতে ‘জরুরি’ আর ‘গুরুত্বপূর্ণ’ এ দুটো বিষয়়ের মধ্যে যে পার্থক্য করেছেন। অনেকেই তাৎক্ষণিকভাবে জরুরি কাজকে গুরত্তপূর্ণ হিসেবে দেখেন, যেখানে বিষয়টা মোটেও ওরকম না। আপনি যে লেখাটা এখন লিখছেন অথবা যে বইটি পড়ছেন, তা আপনার ফোনে মাত্র আসা কল, মেসেজ অথবা নোটিফিকেশনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। তবুও আমরা অনেকেই জরুরি কাজে সময় এবং মনোযোগ দেওয়়াকে অগ্রাধিকার দিই। এটা শুধুই যে সময় নষ্ট করে তা না, মনোযোগও সরিয়়ে দেয়। তারপর আগের কাজটায় মনোযোগ ফিরিয়়ে আনা আরও কঠিন হয়়ে পড়়ে। স্টিফেন কভে বলেছেন, “সফল মানুষেরা সুযোগ খোঁজেন, তারা সমস্যা নিয়়ে পড়়ে থাকেন না। তারা সুযোগগুলোকে বেড়়ে উঠতে দেন আর সমস্যাগুলো দমিয়়ে রাখেন। তাদের দৃষ্টিভঙ্গি হয় প্রতিরোধমূলক।”
তাই ‘জরুরি’ আর ‘গুরুত্বপূর্ণ’ এ দুয়়ের পার্থক্য জানতে হবে। আর এজন্য দরকার জীবনের অগ্রাধিকারগুলোর ব্যাপারে স্বচ্ছ ধারণা। মুসলিম হিসেবে আমাদের কিছু সাধারণ অগ্রাধিকার রয়়েছে। কিন্তু প্রতিটা মানুষই স্বতন্ত্র, তার দক্ষতার জায়গাগুলোও ভিন্ন। আর তাই জীবনের কিছু কিছু ক্ষেত্রে আমাদের অগ্রাধিকারগুলোও ভিন্ন হবে।
বই : টাইম ম্যানেজমেন্ট
লেখক : ইসমাইল কামদার
অর্ডার লিংক কমেন্টে।
সিয়ান | বিশুদ্ধ জ্ঞান | বিশ্বমান
