'২০২৩ বইমেলায় আপনার কি নতুন কোন বই প্রকাশিত হবে?'
অনেক অনেক পাঠকের কাছ থেকে এই প্রশ্নটা পেয়ে আসছি এতোদিন। প্রশ্নটার উত্তর হিশেবে 'জি, প্রকাশিত হবে' বললেও, বইটার নাম কী হবে, বইটা কোন বিষয়ের ওপর লেখা, কোন প্রকাশনি থেকে আসবে— এসবের কিছুই জানানো যায়নি। আলহামদুলিল্লাহ, সেই উত্তরগুলো নিয়ে হাজির হয়েছি এবার।
যারা আমার লেখা নিয়মিত পড়েন তাদের জানা থাকবার কথা যে— দুই-আড়াই বছর ধরে কুরআন নিয়ে আমি তিনটা সিরিজ লিখছি, আলহামদুলিল্লাহ। সিরিজ তিনটি হলো— কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ', আমার কাহাফ ভাবনা এবং সূরা ইউসুফ থেকে আমি যা শিখেছি। সিরিজগুলোর বেশকিছু লেখা আমি ফেইসবুকেও আর্টিকেল আকারে পোস্ট করেছি। সেই সিরিজগুলো নিয়ে পাঠকের উচ্ছ্বাস কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে আমাকে দারুনভাবে উদ্দীপ্ত করেছে, আলহামদুলিল্লাহ।
চলমান এই সিরিজ তিনটা থেকে 'কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ' আগামি একুশে বইমেলা ফেব্রুয়ারি- ২০২৩ এ প্রকাশ হবে, বিইযইনিল্লাহ। বইটা প্রকাশিত হবে ইসলামি ধারার সৃজনশীল প্রকাশনি সত্যায়ন প্রকাশন থেকে।
'কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ'— বইয়ের মূল প্রতিপাদ্য কী, তাই তো?
এককথায়— কুরআন কীভাবে আমাদের জীবনের কথা বলে, কীভাবে আমাদের জীবনে কুরআন হয়ে উঠতে পারে আলোর দিশা, কুরআনের আয়াতগুলো থেকে কীভাবে আমরা আহরণ করতে পারি মণি-মুক্তো, কীভাবে কুরআন আমাদের চিন্তার জগতে আনতে পারে নতুন মাত্রা— পাঠক পরিচিত হবে সেরকম একটা ধারার সাথে। উঁহু, গতানুগতিক গদ্য বা খটমটে প্রবন্ধ নয়, প্রতিটা অধ্যায়ে পাঠক দেখতে পাবে তার জীবনের প্রতিচ্ছবি, জীবন থেকে নেওয়া ঘটনা অথবা চারপাশের চিরচেনা জগতের সাথে কুরআন কীভাবে ওতপ্রোতভাবে সম্পর্কিত। জীবনের গল্প পড়তে পড়তে পাঠক ঢুকে পড়বে কুরআনের ভাবনার জগতে, সেই জগত থেকে আলো ধার করে পাঠক আবার ফিরে আসবে জীবনের ধারায়— বইটা সাজানো ঠিক এভাবেই, আলহামদুলিল্লাহ।
তাহলে— এটা কি কোন তাফসিরের বই? মোটেও তা নয়। সেই যোগ্যতা আমার নেই। তবে— সমস্ত ভাবনাগুলোই প্রসিদ্ধ সব তাফসিরের সারনির্যাস যা জীবনোপোযোগি ঢঙে বর্ণনা করা।
আগ্রহী পাঠকদের জন্যে নিচে প্রকাশিতব্য বইটার শিরোনাম দেওয়া হলো:
.
১. দুঃখের আলপনায় স্বস্তির রং
২. ঝরা পাতার কাব্য
৩. যখন নেমে আসে আঁধারের রাত
৪. ব্যাকুল হৃদয়ের আকুল সঙ্গীত
৫. ছুটে আসে আগুনের ফুলকি
৬. নীল দরিয়ার জলে
৭. এ-সময় শীঘ্রই ফুরিয়ে যাবে
৮. যে আঁধারের রং নীল
৯. আকাশের খাতায় লেখা লজ্জার নাম
১০. ফিরআউন সিনড্রোম
১১. চাঁদে যারা জমি কিনছেন
১২. ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল
১৩. নূহের প্লাবন এবং ভাবনার অলিগলি
১৪. অন্তর মাঝে হিয়ার আলো
১৫. আল্লাহকে যারা পাইতে চায়
১৬. প্রেমময় কথোপকথন
১৭. অন্তরের ব্যাকরণ
১৮. সোনার তোরণ পানে
১৯. প্রবল প্রতাপশালী তবু মহীয়ান
২০. অন্তর মম বিকশিত করো
২১. আলো অথবা অন্ধকার
২২. তারা কভু পথ ভুলে যায় না
২৩. চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি
২৪. জীবনের বেলা শেষে
২৫. অন্তর বাঁচানোর মন্তর
২৬. তোমার প্রতিবেশী করে নিয়ো
২৭. একজন কথা রাখেন
২৮. ভীষণ একলা দিনে
এই বই যদি অন্তত কিছু মানুষের অন্তরে কুরআন-বসন্ত আনে, যদি একজনকেও নিয়ে আসে কুরআনের আরো কাছাকাছি, তাহলেই কাজটা সার্থক হবে, ইন শা আল্লাহ। কবুল করার মালিক মহান রব৷ আকাশের মালিকের দরবারে আকুল ফরিয়াদ— তিনি যেন আমার কাজটাকে কবুল করেন।
বরাবরের মতো আপনাদের সকলের ভালোবাসা, দুয়া আর পরামর্শের হিতাকাঙ্ক্ষী। - আরিফ আজাদ
