“দাড়ি” যাকে সাইন্সের পরিভাষায় 'Facial Hair'-ফেসিয়াল হেয়ার' বলা হয় -

“দাড়ি” যাকে সাইন্সের পরিভাষায় 'Facial Hair'-ফেসিয়াল হেয়ার' বলা হয়। পুরুষের মৌখিক বৈশিষ্ট্যের অন্যতম হচ্ছে তার দাড়ির উপস্থিতি এবং দাড়ি বৃদ্ধি পুরুষের প্রাকৃতিক সহজাত বৈশিষ্ট্য যা বয়ঃপ্রাপ্তিতে শুরু হয়ে মৃত্যু পর্যন্ত অব্যাহত থাকে। তাছাড়া দাড়ি পুরুষের গঠনবৈচিত্র্যের এক অংশ যা সৌন্দর্য বৃদ্ধি করে এবং মানুষের মনে দাড়িখচিত ব্যক্তির ব্যাপারে সমীহ ও শ্রদ্ধার্হের জন্ম দেয়। 


ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির সাইকোলজিস্ট রবার্ট জে. পেরেগ্রিনি দাড়ির বিভিন্ন অবস্থা বা ধাপের জন্য পুরুষের ব্যক্তিত্বকে কিভাবে দেখা হয় এর উপর একটি রিচার্জ করেন। এবং তার ফলাফলে বলেন, 
“দাড়ি মানুষের মনে 'ব্যক্তিটি স্বাধীন' দৃঢ়চেতা এবং পুরুষালি কাজ করতে প্রস্তুত ও সক্ষম এমন এক নায়কোচিত ছবি চিত্রায়িত করে।”

গবেষণায় আরও উঠে এসেছে দাড়িওয়ালা পুরুষকে অধিক বুদ্ধিমান, শক্তিশালী, স্বাস্থ্যবান ও আকর্ষণীয় বিবেচনা করা হয়। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এতো এতো মহামহিম সাইকোসিস প্রকৃষ্টতা এবং কুরআন-সুন্নাহের গুরুত্বারোপ ( বইটি পড়লে কুরআন-সুন্নাহর দলিল পাওয়া যাবে) থাকা সত্বেও আমরা মুসলিমরা দাড়ি রাখতে হীনমন্যতায় ভুগছি। হয়তো সেটা পারিবারিক, সামাজিক ও পারিপার্শ্বিক সবার দাড়ির প্রতি নেতিবাচক দৃষ্টিকোন থেকে দেখার জন্য। স্রেফ পারিপার্শ্বিক অবস্থার জন্য নয় বিশেষত তা জন্য দায়ী দাড়ি শেভিং প্রোডাক্টের বিজ্ঞাপনের বিরূপ প্রভাব রয়েছে। তন্মধ্যে জিলেট গার্ড, রেজর ব্লেড, শেভিং মেশিন, শেভিং ক্রিম ও জেল প্রভূতি। 

যেমন ধরুন তাদের বিজ্ঞাপনের প্রথম দৃশ্যেই হয়তো তারা এমন যুবককে দেখাবে, যে সে তার দাড়ি কামাচ্ছে এবং পরের দৃশ্যেই দেখানো হবে, সেই লোকটা একজন সুন্দরী নারীর সঙ্গলাভ উপভোগ করছে। এধরণের টেলিভিশন-বিজ্ঞাপন দর্শকের মনে এমন ছবি এঁকে দেবে যে, নারীরা ক্লিন-সেফ পুরুষদের পছন্দ করে! আসলেই কি তাই? ক্লিন-সেফ করা পুরুষ ও দাড়িওয়ালা পুরুষদের তুলনায় আসল পুরুষত্বের প্রতীক? ঠিক এই প্রশ্নের উত্তরের পাশাপাশি বক্ষ্যমান বইয়ে দাড়ি সংক্রান্ত কুরআন-সুন্নাহর বর্ণনা, ইমামগণের মতামত, সাইন্টিফিক রিচার্জসহ দাড়ির ইতিহাস ও চমকপ্রদ ঐতিহাসিক ঘটনা নিয়ে বইটি রচিত। যা আপনাকে দাড়ি রাখতে উদ্ভুদ্ধ করতে সাহায্য করবে। ইনশাআল্লাহ …।

বই : দাড়ি 
লেখক : ড. গওহার মুশতাক 
অনুবাদক : শাহেদ হাসান
প্রকাশনায় : কালান্তর প্রকাশনী
পেপারব্যাক
পৃষ্ঠা : ৯৬
মুদ্রিত মূল্য : ১১০৳