লেখিকা Sadika Tanzim Annie এর দ্বিতীয় বই। বই সম্পর্কে লেখিকা লিখেছেন–
‘আপন অন্তরাল’ আমার দ্বিতীয় বই। এই বইয়ে আলাদা আলাদা শিরোনামে মোট আটটি গল্প একত্রিত করা হয়েছে। পরিযায়ী পাখির মতো সূর্য যেমন অস্ত যায়, অতঃপর বৈকালিক লালিমা কেটে গিয়ে ধীরে ধীরে আঁধারে তলিয়ে প্রতিকৃতি, পৃথিবীতে ছড়িয়ে যায়, আচ্ছন্ন করে নেয়—সেই আঁধারের গভীরতা মেপে পাখনা দোলায় নিশাচর বাদুড়। সময় গড়িয়ে যায়। পেঁচার ডাকে ভয়ঙ্কর হয়ে যাওয়া রাতের আঁধার পৃথিবী থেকে বিদেয় নেয়। ভোর আসে। যেমন করে নয়নজুড়ানো ভোরের উল্লাসিত রোদ্দূরে জীবনের জাহাজ আলোয় ভাসে ঠিক তেমনই আমার ‘আপন অন্তরাল’ নিমজ্জিত জীবনের পঙ্কিলতা কাটিয়ে আলোর বার্তা নিয়ে উন্মেলিত হয়েছে ভিন্ন ভিন্ন চরিত্রে, ভিন্ন ভিন্ন খোরাক নিয়ে। এখানে সংকলিত প্রতিটি গল্পের মাধ্যমে নিষ্কুলতার আভায় জীবন সাজানোর মতো কিছু শিক্ষণীয় বিষয় ফুটিয়ে তোলার প্রয়াস চালিয়েছি। আশারাখি পাঠকগণ ‘আপন অন্তরাল’ দ্বারা উপকৃত হবেন।
‘আপন অন্তরাল’ আমার দ্বিতীয় বই। এই বইয়ে আলাদা আলাদা শিরোনামে মোট আটটি গল্প একত্রিত করা হয়েছে। পরিযায়ী পাখির মতো সূর্য যেমন অস্ত যায়, অতঃপর বৈকালিক লালিমা কেটে গিয়ে ধীরে ধীরে আঁধারে তলিয়ে প্রতিকৃতি, পৃথিবীতে ছড়িয়ে যায়, আচ্ছন্ন করে নেয়—সেই আঁধারের গভীরতা মেপে পাখনা দোলায় নিশাচর বাদুড়। সময় গড়িয়ে যায়। পেঁচার ডাকে ভয়ঙ্কর হয়ে যাওয়া রাতের আঁধার পৃথিবী থেকে বিদেয় নেয়। ভোর আসে। যেমন করে নয়নজুড়ানো ভোরের উল্লাসিত রোদ্দূরে জীবনের জাহাজ আলোয় ভাসে ঠিক তেমনই আমার ‘আপন অন্তরাল’ নিমজ্জিত জীবনের পঙ্কিলতা কাটিয়ে আলোর বার্তা নিয়ে উন্মেলিত হয়েছে ভিন্ন ভিন্ন চরিত্রে, ভিন্ন ভিন্ন খোরাক নিয়ে। এখানে সংকলিত প্রতিটি গল্পের মাধ্যমে নিষ্কুলতার আভায় জীবন সাজানোর মতো কিছু শিক্ষণীয় বিষয় ফুটিয়ে তোলার প্রয়াস চালিয়েছি। আশারাখি পাঠকগণ ‘আপন অন্তরাল’ দ্বারা উপকৃত হবেন।
বই : আপন অন্তরাল
ধরণ : গল্পগ্রন্থ
লেখিকা : বিনতে এমদাদুল হক
প্রকাশক : দারুল ইলম
প্রচ্ছদ : ইলিয়াস বিন মাজহার
বইটির প্রি–অর্ডার আসবে অনতি বিলম্বেই। ইনশা আল্লাহ।
বইয়ের কথা ছড়িয়ে যাক,
বইয়ের কথা ছড়িয়ে দিন সবখানে।
